সেরা সাফল্য

সেরা বিশ্ববিদ্যালয় গুলোতে কম্পাসের শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য!

নিজস্ব লেকচার প্ল্যান

সেরা ফলাফলের জন্য নির্ভুল ও কার্যকরী লেকচার প্ল্যান!

অভিজ্ঞ শিক্ষকমন্ডলী

সিলেটের সেরা শিক্ষকেরা কম্পাসে ক্লাস নিয়ে থাকেন!

কম্পাস একাডেমিক & এডমিশন কেয়ার

২০১৩ সাল থেকে কম্পাস একাডেমিক ও এডমিশন কেয়ার সিলেটে শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠা হওয়ার পর এই ক্ষুদ্র সময়ে প্রায় ৬০০০+ শিক্ষার্থী কম্পাসে পড়েছে। প্রতিবছর সর্বাধিক GPA-5 প্রাপ্তি সহ বুয়েট, মেডিকেল ও বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার্থী চান্স পাওয়ার ক্ষেত্রে কম্পাস অন্য যেকোনো প্রতিষ্ঠান থেকে অনেক এগিয়ে।সিলেটের অধিকাংশ সেরা শিক্ষকেরা কম্পাসে নিয়মিত ক্লাস নিয়ে থাকেন। বায়োলজি বিষয়ের ক্লাস করান সাধারণত ওসমানী মেডিকেল কলেজের অভিজ্ঞ ও সিনিয়র শিক্ষকেরা এবং বাকি বিষয়সমুহের ক্লাস করান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র শিক্ষকেরা।

 

কম্পাস ও প্রচলিত কোচিং

আমাদের অভিজ্ঞতা অনুসারে সিলেটে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের মূল প্রস্তুতি নেয় স্যারের বাসায় গিয়ে বা বাসায় শিক্ষক রেখে। আর কোচিং মানে শুধু পরিক্ষা দিতে যাওয়া বা শিক্ষার্থীদের পড়াশুনার চাপে রাখায় স্থান!

 

আবার কিছু ক্ষেত্রে অভিভাবকদের ধারণা, শিক্ষার্থীরা বাসায় থাকলে পড়াশুনা করে না তাই কোচিংয়ে গেলে কিছুটা পড়াশুনা হয় বা বাসায় গাইড দেয়ার কেউ নাই তাই কোচিংয়ে গেলে একটা গাইড লাইনের মধ্যে থাকবে।

 

কম্পাস গত আট বছর যাবত উপরোক্ত প্রচলিত ধারণাটি পরিবর্তনে কাজ করে যাচ্ছে। কম্পাসে আমরা একজন শিক্ষার্থীর সিলেবাস শুরু থেকে পড়িয়ে শেষ করি, যেকোনো সমস্যা আমরাই সমাধান করি, অধ্যায় শেষে বইয়ের প্রশ্নসহ ভর্তি পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করি, সম্পূর্ণ অধ্যায় শেষে পরিক্ষা নেই। সম্পূর্ণ বই পড়ানো শেষে তুলনামূলক কঠিন ও গুরুত্বপূর্ণ টপিক গুলো রিভিশান দেয়া হয়, স্কুল বা কলেজের টেস্ট পরিক্ষার পর সম্পূর্ণ সিলেবাস পুনরায় পড়িয়ে ডেইলি পরিক্ষা নেয়া হয় এবং পরিশেষে প্রতি বিষয়ে বোর্ড পরিক্ষার অনুরূপ পরিক্ষা নিয়ে পরিক্ষার প্রস্তুতি চূড়ান্তভাবে শেষ করা হয়।

 

প্রতি বছর আমরা এই একই উপায়ে শিক্ষার্থীদের পড়িয়ে আসছি। এবং শিক্ষার্থীদের সফলতাকে বিবেচনায় রেখে প্রতিনিয়ত নানান সুবিধা যুক্ত করছি। আর এই সব সেবা শিক্ষার্থীরা পাচ্ছে মাত্র মাসিক ১৫০০ টাকা বেতনে (এসএসসি ১২০০ টাকা বেতনে)। এবং আমরা নিশ্চয়তা দিচ্ছি কম্পাসে নিয়মিত ক্লাস করলে স্যারের বাসায় ছুটাছুটি করতে হবে না এমনকি বাসায় শিক্ষক না রাখলেও তাদের প্রস্তুতিতে কোনো ব্যাঘাত ঘটবে না।

 

শিক্ষার্থীরা কম্পাসে কেনো পড়বে?

কম্পাসে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রস্তুতির দায়িত্ব কম্পাসের শিক্ষকেরা ভাগ করে নিয়ে নেন। শুরু থেকেই শিক্ষার্থীদের বোর্ড পরিক্ষার প্রস্তুতি ঠিক রেখে ভর্তি পরিক্ষার জন্য গড়ে তোলা হয় যা সিলেটে একমাত্র। যেসব শিক্ষকেরা ক্লাস করান তারা সকলেই সিলেটের সেরা শিক্ষক হিসেবে পরিচিত। নিয়মিত পরিক্ষা, প্রাইভেট কেয়ার, সমস্যা সমাধান, অভিভাবকদের নিকট শিক্ষার্থীদের উন্নতি অবনতি আপডেট জানানো ইত্যাদি কার্যক্রম শিক্ষার্থীদের প্রস্তুতিকে করে গতিশীল।

 

বিশেষ করে কম্পাসে পড়লে বিভিন্ন স্যারের বাসায় দৌড়া-দৌড়ি করে সময় ও অর্থ নষ্ট করতে হয় না এবং বাসায় শিক্ষক রেখে অনেক খরচের চাপে পড়তে হয় না। আমরা সকল দায়িত্ব নিয়ে বছরের পর বছর শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য প্রস্তুত করছি।

নানান বিষয় ভেবে বিভ্রান্ত না হয়ে চলুন যাচাই হয়ে যাক! আপনার শিক্ষার্থীকে পাঠিয়ে দিন কম্পাসে, ক্লাস করে সে নিজেই যাচাই করে দেখুক আমাদের সেবা। তারপর না হয় সিদ্ধান্ত নিলেন।

 

কম্পাসে কারা পড়ায়?

কম্পাসের প্রায় সকল শিক্ষক শাবিপ্রবির (সাস্টের) শিক্ষার্থী। শুধুমাত্র বায়োলজি বিষয় পড়ায় ওসমানী মেডিকেলের শিক্ষার্থীরা। কম্পাসে যেকেউ চাইলেই শিক্ষক/শিক্ষিকা হিসেবে যুক্ত হতে পারে না। আগ্রহীদের ৩ ধাপে মূল্যায়ন করে কম্পাসের শিক্ষক হিসেবে চূড়ান্তভাবে নিয়োগ দেয়া হয়। তাই কম্পাসের শিক্ষকদের অভিজ্ঞতা ও পড়ানোর দক্ষতা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন।

 

কম্পাসে নতুন কি যুক্ত হয়েছে?

কম্পাসে ২০২২ থেকে যুক্ত হয়েছে বিষয় ভিত্তিক লেকচার প্ল্যান। অর্থাৎ শিক্ষার্থীদের বোর্ড পরিক্ষা ও ভর্তি পরিক্ষায় ভালো করতে কোন টপিক গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং শিক্ষক ক্লাসে কি কি পড়াবেন এবং শিক্ষার্থীদের বাসায় কি কি বিষয় পড়তে হবে তার একটা পরিকল্পনা প্রতি বিষয়ের প্রতি ক্লাসের শুরুতের দেয়া হবে।

 

প্রতিটি অধ্যায় পড়ানোর সময় নেয়া হবে একাধিক শর্ট ক্লাস টেস্ট। যার মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত পড়া শেষ করছে কিনা যাচাই করা হবে। প্রতি অধ্যায় শেষে অধ্যায় ভিত্তিক প্রস্তুতি যাচাইয়ের জন্য নেয়া হবে স্পেশাল টেস্ট

 

নিয়মিত ক্লাস পরিক্ষার বাইরে অনলাইনে সাপ্তাহিক গাণিতিক সমস্যা সমাধান ক্লাস। উক্ত ক্লাসের জন্য শিক্ষার্থীদের আলাদা কোনো ফি দিতে হয় না। ক্লাস গুলোতে শিক্ষার্থীদের সকল সমস্যা গুলো সমাধান করে দেয়া হয়। সহজ করে বললে আপনি বাসায় শিক্ষক রাখেন শিক্ষার্থীর নানান সমস্যা সমাধান করে দিতে আর এই সেবাটি আমরা দিচ্ছি সম্পূর্ণ ফ্রি তে!

 

কম্পাসের অনলাইন প্রোগ্রাম

অনলাইনে কম্পাসের SSC এবং HSC প্রোগ্রামের সকল বিষয়ের একডেমিক ব্যাচ চলমান থাকে। শিক্ষার্থীরা প্রয়োজন হলে অফলাইন থেকে অনলাইন ব্যাচে শিফট হতে পারে অথবা অনলাইন ব্যাচ থেকে অফলাইন ব্যাচে শিফট হতে পারে। এছাড়াও অনলাইনে নানান সময় নানান প্রোগ্রাম শুরু করা হয় যেসকল প্রোগ্রামে শিক্ষার্থীরা যেকোনো সময় যুক্ত হতে পারে।

 

কম্পাসে কি কি প্রোগ্রামে পড়ানো হয়

কম্পাসে ৯ম, ১০ম, ১১শ, ১২শ ও ভর্তি প্রস্তুতি প্রোগ্রামে পড়ানো হয়। ৯ম ও ১০ম শ্রেণির প্রোগ্রামে সকল বিষয় পড়ানো হয় এবং মাসিক ফি মাত্র ১২০০ টাকা। ১১শ ও ১২শ শ্রেণির প্রোগ্রামে সকল বিষয় পড়ানো হয় এবং মাসিক ফি মাত্র ১৫০০ টাকা। SSC টেস্ট পরিক্ষার পর চূড়ান্ত প্রস্তুতি প্রোগ্রাম মডেল টেস্ট এবং HSC এর টেস্ট পরিক্ষার পর চূড়ান্ত প্রস্তুতি প্রোগ্রাম মডেল টেস্ট প্রোগ্রাম হয়ে থাকে।

 

কম্পাসের শাখা সমূহঃ

সিলেট শহরের ৪টি গুরুত্বপূর্ণ স্থানে কম্পাসে শাখা রয়েছে, স্থান গুলো হচ্ছে রিকাবীবাজার-১, মিরাবাজার, মদিনা মার্কেট ও রিকাবীবাজার-২। শিক্ষার্থীরা তাদের সুবিধা মত শাখায় ভর্তি হতে পারে এবং যৌক্তিক কারণে যেকোনো সময় কোনো অতিরিক্ত ফি ছাড়াই এক শাখা থেকে অন্য শাখায় শিফট হতে পারে। 

 

কোন শাখা অধিক ভালো এমন একটি আলোচনা শিক্ষার্থীদের মধ্যে হয়ে থাকে। আমরা নিশ্চিত করছি আমাদের সকল শাখায় সমান সেবা দেয়া হয়। আমাদের একই শিক্ষক টিম, ক্লাস সংখ্যা, ব্যাচের শিক্ষক নির্ধারণ, প্রশ্ন, লেকচার প্ল্যান, পরিক্ষা সহ সকল শাখায় সব কিছু একই নিয়মে পরিচালনা করা হয়। তাই সকল শাখায় সমান সেবা নিশ্চিত করে বলা যায়। আশা করি এই বিষয়টি নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।